Monday, 14 June 2021

"প্রিয়"


ছোটবেলায় নতুন স্কুল এ যাবার পর যখন কোনো বান্ধবী ছিলো না তখন রেগুলার একটা ভালো দল যাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তাদের জন্য আগে গিয়ে সিট রাখতাম।যদি আমাকে বন্ধু ভাবেন,যদি আমি তাদের প্রিয় হতে পারি।
কারো জন্মদিন এ তাদের জন্য নিজের লেখা কবিতা দিতাম, যদি তাদের প্রিয় বন্ধুর তালিকায় আমার ঠাঁই হয়।
কখনো কখনো বান্ধাবীদের উপহার দিয়ে চমকে দিতাম,ভাবতাম সবার আগে উইশ করে বোঝাবো তোমাকে আমি মনে রেখেছি ঠিক এভাবেই তুমি ও আমাকে মনে রেখো।
স্যার ম্যামদের ক্লাসে সবার আগে সামনে দাঁড়িয়ে রিডিং পড়তাম ,যদি তাদের প্রিয় হওয়া যায়।রোল নাম্বার আগে ছিলো না বিধায় আমার আর প্রিয় হয়ে উঠা হয়নি।
বাবা মায়ের স্বপ্ন ছিলো নামকরা প্রতিষ্ঠান এ পড়বো তাও পূর্ণ করতে পারি নি।
সময়ের পর সময় গেছে।বয়স ২০ এর কোটা ছাড়িয়েছে, শত শত কবিতা লিখে, উপহার দিয়েও কারো মন জয় করতে পারি নি।
তাই আজো আমি কারো প্রিয়জন হয়ে উঠতে পারিনি।

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...