Tuesday, 29 June 2021

Feelings Right Now!(1)

                                               


                                     Sometimes I feel that This cloudy or sunny days nothing very much differs in my life. When rain drops in the earth, I am also crying like this gloomy rainy season Sometimes I just stop ,don't find any place for me. My mind is burning like a hot water in the bowl I just want to jumped in the river or sea. Everyday I just fight with me ,push me for new things But at the end of the day, I am also a human My mind need also rest and I want to free.


                       

Sunday, 20 June 2021

পথিক


এ শহর থেকে যাই,
নিঃসঙ্গ নীরব কোথাও আনমনে,
কখনো ভুলিনা তোমায়
অস্তিত্ব লেখা যখন তোমার নামে।
কোলাহল কিংবা একাকীত্ব,ব্যাপারটা হয়তোবা
নিতান্তই আমার ব্যক্তিগত।
তবু তোমায় জানাই ,আমার সকল অভিজ্ঞতা 
কতটা বাস্তব কিংবা কতটা তিক্ত।
আমি হারিয়ে গিয়েও তোমাকে পাই
সকল কিছুর মাঝে,ঝরা পাতাগুলো ও 
আজ থেকে তোমার কথা জানে।
লিখে দিয়েছি খোদাই করে
ঝরা পাতার গায়ে
কলম নয়তো, ক্ষুদ্র শিকড়ের
সরু ডালখানি দিয়ে।
আসিবার কালে ছিঁড়ে এসেছি 
ঝরা পাতাখানি আমি
জানুক না কেউ,তোমার কথা ভেবে
এক নিরুদ্দেশ পথিক ,সেতো আমি!

Thursday, 17 June 2021

"আত্নার মৃত্যু"



মৃত্যুর আগেই এই পৃথিবীতে যখন আত্মার মৃত্যু ঘটে , মানবিকতার মৃত্যু ঘটে ঠিক তখন এই জোৎস্না রাতের স্পষ্ট আলো কেমন ফিকে লাগে। ঘোর অন্ধকার মনে হয় চারপাশটা ।
আষাঢ় মাসের পয়লা দিনের বৃষ্টি ভেজা সকাল বেজায় বিমর্ষ লাগে সেই সময়। বৃষ্টির ফোঁটাগুলো হাতের উপর ঠিক কান্নার আওয়াজ হয়ে ঝরে পড়ে।
আত্নার মৃত্যু ঘটে, দেহের মৃত্যুর আগেই বহুবার।
কিন্তু কেউ টের পায়না কারণ সবাই রঙিন স্বপ্ন বুনতে ব্যস্ত।সবাই জোৎস্না রাত নিয়ে ব্যস্ত। কারো কারো জীবনে যে কখনো আলোই আসেনা,দিন রাত পার্থক্য হয় না ।সেতো ব্যস্ত অনেক তবু দেহখানি নিয়ে শুধু আঁধার উপভোগ করে চলে সে অনন্তকাল.......

Monday, 14 June 2021

"প্রিয়"


ছোটবেলায় নতুন স্কুল এ যাবার পর যখন কোনো বান্ধবী ছিলো না তখন রেগুলার একটা ভালো দল যাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তাদের জন্য আগে গিয়ে সিট রাখতাম।যদি আমাকে বন্ধু ভাবেন,যদি আমি তাদের প্রিয় হতে পারি।
কারো জন্মদিন এ তাদের জন্য নিজের লেখা কবিতা দিতাম, যদি তাদের প্রিয় বন্ধুর তালিকায় আমার ঠাঁই হয়।
কখনো কখনো বান্ধাবীদের উপহার দিয়ে চমকে দিতাম,ভাবতাম সবার আগে উইশ করে বোঝাবো তোমাকে আমি মনে রেখেছি ঠিক এভাবেই তুমি ও আমাকে মনে রেখো।
স্যার ম্যামদের ক্লাসে সবার আগে সামনে দাঁড়িয়ে রিডিং পড়তাম ,যদি তাদের প্রিয় হওয়া যায়।রোল নাম্বার আগে ছিলো না বিধায় আমার আর প্রিয় হয়ে উঠা হয়নি।
বাবা মায়ের স্বপ্ন ছিলো নামকরা প্রতিষ্ঠান এ পড়বো তাও পূর্ণ করতে পারি নি।
সময়ের পর সময় গেছে।বয়স ২০ এর কোটা ছাড়িয়েছে, শত শত কবিতা লিখে, উপহার দিয়েও কারো মন জয় করতে পারি নি।
তাই আজো আমি কারো প্রিয়জন হয়ে উঠতে পারিনি।


"ঠিক আমি যখন বন্ধুদের সকল কথোপকথনের আড্ডায় বসি ,অনেকটাই বেমানান হয়ে যায় আমার সবকিছু। মোহর মতো কিছুই টানে না আমায়। আমি বড্ড সেকেলে এবং বেমানান সকল আড্ডায়। সবার আশেপাশের বিষয় গুলো যখন নিতান্ত সাধারণ লাগে  ,আমি তখন বিষয়গুলোর গুরুত্বপূর্ণ অনুধাবন করতে বসি বিধায় সিরিয়াস তকমা জোটে আমার দলে। আমি বড্ড বেমানান আসলে সব কিছু তে।
আমি ক্ষুদ্র চোখে আকাশ জুড়ে মেঘ দেখিবার মানুষ,
স্বপ্ন দেখি রাত্রি দুপুর 
আমি বেমানান,আমার যেনো অনেক অনেক দোষ!
হয় এই পৃথিবীতে আমি বেমানান, না হয় বেমানান এই পৃথিবীর সবাই আমার জন্য।
বেমনান নয় শুধু আমার মন , 
বেখাপ্পা শরীর , মুখভরা ব্রণ , অসুস্থ শরীর সব কিছু বেখাপ্পা আর বেমানান বড় এই পৃথিবীতে 
আমি যার অপমান এর গ্লানি টানে রোজ।"

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...