Sunday, 20 June 2021

পথিক


এ শহর থেকে যাই,
নিঃসঙ্গ নীরব কোথাও আনমনে,
কখনো ভুলিনা তোমায়
অস্তিত্ব লেখা যখন তোমার নামে।
কোলাহল কিংবা একাকীত্ব,ব্যাপারটা হয়তোবা
নিতান্তই আমার ব্যক্তিগত।
তবু তোমায় জানাই ,আমার সকল অভিজ্ঞতা 
কতটা বাস্তব কিংবা কতটা তিক্ত।
আমি হারিয়ে গিয়েও তোমাকে পাই
সকল কিছুর মাঝে,ঝরা পাতাগুলো ও 
আজ থেকে তোমার কথা জানে।
লিখে দিয়েছি খোদাই করে
ঝরা পাতার গায়ে
কলম নয়তো, ক্ষুদ্র শিকড়ের
সরু ডালখানি দিয়ে।
আসিবার কালে ছিঁড়ে এসেছি 
ঝরা পাতাখানি আমি
জানুক না কেউ,তোমার কথা ভেবে
এক নিরুদ্দেশ পথিক ,সেতো আমি!

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...