Saturday, 17 April 2021

একা জীবন


ছোট্ট একটা বসত বাড়ি
একলা বাঁচি একলা মরি
ছোট্ট আকাশ আমার
ভোর দেখবো বলে অপেক্ষায় থাকি
কিন্তু দেখি শুধু আঁধার।
ছোট্ট কিছু স্বপ্ন দেখি
একাই বুনি একাই ভাঙ্গি
হারতে দেখি নিজেকে খুব
প্রকৃতি আমায় কাছ থেকে
হয়ে যায় নিশ্চুপ।
ছোট্ট আমার এই পৃথিবী
চেনা অচেনা মুখ
একলা বাঁচি একলা থাকি
একলা আমার সুখ।

2 comments:

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...