ছোট্ট একটা বসত বাড়ি
একলা বাঁচি একলা মরি
ছোট্ট আকাশ আমার
ভোর দেখবো বলে অপেক্ষায় থাকি
কিন্তু দেখি শুধু আঁধার।
ছোট্ট কিছু স্বপ্ন দেখি
একাই বুনি একাই ভাঙ্গি
হারতে দেখি নিজেকে খুব
প্রকৃতি আমায় কাছ থেকে
হয়ে যায় নিশ্চুপ।
ছোট্ট আমার এই পৃথিবী
চেনা অচেনা মুখ
একলা বাঁচি একলা থাকি
একলা আমার সুখ।

বাহ❤
ReplyDeleteধন্যবাদ ❤ ডিয়ার
Delete