Friday, 9 April 2021

কবি


কবিতায় মৃত্যু হয় না 
একজনের
আজন্ম চলতে থাকে
তাল লয় ছন্দ,
কবিতায় মৃত্যু হয় না
একজনের
কখনো বেঁচে থাকে ভালোবাসা
কখনো হাহাকার প্রেমিকের যেনো..
কবিতায় মৃত্যু হয় না
কবির 
কারণ
মৃত্যুর দুয়ার পেরিয়েই তো 
কলম ধরেছে সে !

2 comments:

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...