কবিতায় মৃত্যু হয় না
একজনের
আজন্ম চলতে থাকে
তাল লয় ছন্দ,
কবিতায় মৃত্যু হয় না
একজনের
কখনো বেঁচে থাকে ভালোবাসা
কখনো হাহাকার প্রেমিকের যেনো..
কবিতায় মৃত্যু হয় না
কবির
কারণ
মৃত্যুর দুয়ার পেরিয়েই তো
কলম ধরেছে সে !
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
অসাধারণ আপু 💙
ReplyDeleteThanks 😊
Delete