পাতা ঝরা এই শহর জুড়ে
নিঃসঙ্গ দাঁড়িয়ে আমি,
আজ হয়তো আমার নীরবতার সঙ্গী হবে
এই বসন্ত অথবা তুমি!
সত্যি করতে বলতে গেলে
বহু বছর ধরে আমি বসন্তকে চিনি
বসন্ত এলেই আমি , ফাগুন হাওয়ায়
নিজের অস্তিত্বের স্বরূপ খুঁজে বেড়াই
নতুন রুপে, নতুন রঙে
নিজেকে আবার রাঙাই।
কিন্তু আমি তো তোমাকে চিনি না আজো
তাই তো এতো ভয় ,
নদের চরে শুকিয়ে যাওয়া জলের মতো
আমার চোখেও আজ বিরাণ হাহাকার।
অপেক্ষা আর একটু নিসংকোচ
যেনো আনমনে আমাকে কয়
তোমার হৃদয় ফেটে হয়ে যাক চৌচির
ফাগুনের আগুন লাগুক তোমার মনে,
বিচ্ছেদ যখন সুনিশ্চিত তবে
এতো আবেগ কেনো তাহার জন্যে।
বসন্ত ও বিদায় নেয়, বিচ্ছেদ ঘটায় আমার সাথে
তুমিও হয়তো তাই চাও
কিন্তু বসন্ত অপেক্ষা করতে বলে আমায়
বলে আমি আবার আসবো
তোমার নীরবতার শৃঙ্খলা ভাঙচুর করতে
আমি সেই অপেক্ষায় অভিমান করে ও বসে থাকি
কিন্তু তোমার অপেক্ষায় অভিমান করে
তোমাকে আপন করার সাহস আর পাইনা দ্বিতীয়বার।
তাই তো নিঃসঙ্গতা আঁকড়ে ধরে
বসন্ত উৎসবের অপেক্ষা করি ,
হয়তো আনমনা পথিক হয়ে ফিরবে বাড়ি
বসন্ত এবং তুমি!

splendid ❤️
ReplyDeleteThank you so much 😍
ReplyDelete