Wednesday, 20 July 2022

মূল্যায়ন...

মানুষ এর জীবনে আর কত জোর জবরদস্তি করে থাকা যায়!
কতবার বলা যায় না বলা কথা ‌‌।
কতশত বার অভিমান হয়েছে বোঝানো যায়।
একটু মূল্যায়নের আশায় চোখ দুটো পাথর হয়ে জমে গেলো।
পিপাসার যন্ত্রনা হলো
কত রাত নির্ঘুম গেলো
কতবার ভোর হলো।
শুধু আমি পেলাম না
তোমাদের মনে ঠাঁই
ঘর বাড়িতে আমার আগুন জ্বলে
বলো না, আমি কোন পথে যাই!

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...