কতবার বলা যায় না বলা কথা ।
কতশত বার অভিমান হয়েছে বোঝানো যায়।
একটু মূল্যায়নের আশায় চোখ দুটো পাথর হয়ে জমে গেলো।
পিপাসার যন্ত্রনা হলো
কত রাত নির্ঘুম গেলো
কতবার ভোর হলো।
শুধু আমি পেলাম না
তোমাদের মনে ঠাঁই
ঘর বাড়িতে আমার আগুন জ্বলে
বলো না, আমি কোন পথে যাই!