আসমান ফুটো করে,
প্রথম যে দুফোঁটা বৃষ্টিপাত হয়
হাজার হাজার বৃষ্টির ফোঁটার রিমঝিম
আওয়াজের ভিড়ে,সেই ক্ষীণ শব্দ
কারো কানে পৌঁছায় না।
পৌঁছায় না,আসমান ভাঙ্গার আহাজারি
শুধু আসমান দেখতে নীল ,গাঢ় নীল!
এই নীলাদ্রির প্রেমে মত্ত হয় সবাই
কিন্তু আসমান সেতো দুফোঁটা বৃষ্টি
ঝরিয়ে পৃথিবীতে আবেগী খেতাব নিয়ে
কখনো শুভ্রর ন্যায়,কখনো সাদা কালো মেঘ হয়ে
নানা আয়োজনে মুখরিত করে রাখে দর্শনার্থীদের।
সবাই নীল আসমান দেখে,বৃষ্টিতে হাত বাড়ায়
টিকিট কেটে ফেলফেল করে দেখে ,
সাদা মেঘের ভেলা,কিন্তু কেউ আসমান হতে চায় না।
দুফোঁটা বৃষ্টি হয়ে ঝরতে চায় না
কেউ একা থাকতে চায় না
একলা হয়ে, এই ধরণীর বুকে
কে মরতে চায় বলুন তো দেখি!

অসাধারণ ❤️💚
ReplyDelete