জীবন থেকে একটা একটা করে দিন চলে যাচ্ছে। জীবন থেকে একটা করে বছর চলে যাচ্ছে । পৃথিবীতে আসার পর থেকেই যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে ভাবতে অবাক লাগে , কখন জানি বন্ধ হয়ে যায় এই ঘড়ি। সবচেয়ে বেশি ভাবনা ভর করে নিজের জন্মদিনে।
৫ ফ্রেব্রুয়ারি আসলে অনেক বেশি ভাবনা ভর করে নিজের উপর। পিছনে ফিরে তাকাই কতটুকু ভালো কাজ করতে পেরেছি বিগত বছরগুলোতে, কতটুকু সফল বা বিফল আমি এই জীবন নামক চলমান রাস্তায়।
আনমনে না চাইতেও মনটা খারাপ হয়ে যায় এইদিনে। ছোট বেলা নিজের জন্মদিবস নিয়ে যতটুকু উৎসাহ ছিলো ,আশার আকাশ জুড়ে কিছুটা হতাশার মেঘ এসে সেখানে প্রতিবছর ই ভীড় করে। তবুও এইদিনটায় একজন মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে মন চায় সব সময়। সেই মানুষটা হলো আমার মা। নিজের অস্তিত্ব যার থেকে শুরু হয় সেই মানুষগুলোকে যাতে ভালো রাখতে পারি , নিজের জন্মদিবসে উপরওয়ালার কাছে আর কিছু চাইবার নেই 😊।
Sunday, 6 February 2022
Subscribe to:
Comments (Atom)
পরশু
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
-
উড়বার মতো কোনো পাখনা বা ডানা মহান আল্লাহ তা'য়ালা মানুষকে দেন নি ঠিক ই , কিন্তু এই মানব জাতিকে দিয়েছেন বুদ্ধি মত্তা ,জ্ঞান অর্জন করার ...
-
মৃত্যুর আগেই এই পৃথিবীতে যখন আত্মার মৃত্যু ঘটে , মানবিকতার মৃত্যু ঘটে ঠিক তখন এই জোৎস্না রাতের স্পষ্ট আলো কেমন ফিকে লাগে। ঘোর অন্ধকার মনে হয...
-
#পৃথিবীর_ইস্টিশনে_রাতের_ট্রেন আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন, কবিতার লাইনগুলো আপনাকে আত্মিক শান্তি দেয় কিংবা ধরুন কবিতা আপনার জীবনের আনন্...
