Wednesday, 6 October 2021

"মূল্যায়ন"

কি করলে মানুষ এর মূল্যায়ন পাওয়া যায়?
কি করলে ভালো থাকা যায়?
কি করলে মানুষ এর প্রিয় হওয়া যায়?
এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি রোজ খুঁজে বেড়াই। অবমূল্যায়ন এর স্বীকার হওয়া মানুষগুলোর জীবনে
কখনো ভালো থাকা হয়ে উঠে না। কখনো কারো সাথে দুঃখ ভাগ করা হয় না। জীবনের সকল রাস্তায় এদের সফরসঙ্গী শুরু তাদের নিজস্বতা। একটুখানি মূল্যায়ন আর কারো প্রিয় হবার নেশায় এরা এভারেস্ট ও চড়তে রাজি । আফসোস এরা অবহেলিত থেকে,একা থেকে কাটিয়ে দেয় সারাজীবন।

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...